
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কার (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার (৩ মে ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কমল কিশোর ঘোষ এর নেতৃত্বে আদিতমারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানে ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ীর শয়ন ঘরের ভিতরে খাটের নিচ হতে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার কর হয়।
আটক বাক্কার উপজেলার সারপুকুর ইউনিয়নের মসুর দৈলজোড় বালাপাড়া এলাকায় মৃত ওসমান গনির ছেলে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিককে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।