লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলে শিয়ালের মুখ থেকে গলিত অজ্ঞত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১৩ জুলাই) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল গোবর্দ্ধন গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীতে ভেসে আসা একটি মরদেহ নদীর চরে আটক যায়। পড়ে সেই মরদেহটি কুকুর ও শিয়াল টানাটানি করছিল। পড়ে সন্ধ্যায় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা কামনা করে। এ খবরে আদিতমারী থানা পুলিশ নদী পাড়ি দিয়ে চরাঞ্চলে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহটির মুখমন্ডল ও পেট সম্পুর্ন রুপে নষ্ট হওয়ায় তার বয়স বা নাম পরিচয় সনাক্ত করতে পারে নি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞত মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।