লালমনিরহাট আদিতমারী উপজেলায় আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৩ উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা সোমবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আদিতমারী থানার আয়োজনে, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত,অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি পূর্ণ চন্দ্র বর্মন,উপদেষ্টা সুরেশ চন্দ্র দেব শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এস নীল কমল রায়, সম্পাদক তপন কুমার ঘোষ ও যুগ্ন সম্পাদক রুপকান্ত বর্মন প্রমূখ।সভায় উপজেলার ১১৬টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন ।