লালমনিরহাট আদিতমারীতে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে জি আর চালের ডি ও এবং আদিতমারী-কালীগঞ্জ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রীর ব্যাক্তিগত তহবিল হতে নগদ অর্থ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা ও ডিও বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন সমাজকল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলামের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এস নীল কমল রায় ও সম্পাদক তপন কুমার ঘোষ প্রমূখ।
উপজেলার ৮টি ইউনিয়নে ১১৬টি পুজামন্ডবে ৫০০ কেজি করে মোট ৫৮ মেঃটন চাল উপজেলা দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয়।এবং সমাজকল্যান মন্ত্রীর ব্যাক্তিগত তহবিল হতে ২ হাজার ৫ শত করে প্রত্যক টাকা নগদ অর্থ পুঁজামন্ডবে প্রদান করা হয়।