মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেনা এ বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার ( ২১জুলাই) সকালে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ে সারাদেশে ২৬ হাজার ২ শত ২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্ভোধনের পরেই লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী কতৃক শুভ উদ্বোধনের পর এ উপজেলায় ৫৩ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। এ নিয়ে উপজেলায় সর্বমোট ৫৮৫ টি পরিবারের মাঝে বাড়ী বরাদ্দ দেয়া হলো।
উপজেলা নির্বাহী অফিসার সারোয়ারের সভাপতিত্বে গুহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা,সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম খন্দকার,নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুন ও যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার সাহা প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার জিার সারোয়ার বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ ও ভূমিহীন ও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে স্থানীয় উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যে ২৮০টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পে মান সম্পন্ন ঘর তৈরী করে দেওয়া হয়েছে। তারা সুন্দর ভাবে বসবাস করছে। তৃতীয় পর্যায়ে আরো আশ্রয়ন প্রকল্পে ৩০৫ টি ঘর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রহিয়াছে।