লালমনিরহাট আদিতমারী উপজেলায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউব (বারটান) আঞ্চলিক কার্য্যলয় পীরগঞ্জ, রংপুরের আয়োজনে,কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্প (বারটান-অংগ) এর বাস্তবায়নে, গতকাল শুক্রবার সরকারী আদিতমারী জি,এস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠ সংলগ্ন তিন দিনব্যাপী পুষ্টি গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনতামমূলক ক্যাম্পেইনিং / পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠান,আলোচনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্য্যলয় পীরগঞ্জ, রংপুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক। অনুষ্ঠানে মেলার সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুন নবী।
শেষে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা বীরেন্দ্র নাথ, প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন ও ভেলাবাড়ী ইউনিয়নের মরিচবাড়ী গ্রামের ৬০ জন কৃষক-কৃষানী,ছাত্র-ছাত্রী ও সাধারন জনগন অংশগ্রহন করেন করে।
নিউজবিজয়২৪/এফএইচএন