ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আদিতমারীতে ধানক্ষেত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

লালমনিরহাট আদিতমারী রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ই সেপ্টেম্বর) সকালে ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের সাথে থাকা টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
নিহত রমজান ভেলাবাড়ী ইউনিয়নের বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বৃদ্ধা রমজান আলী বাড়ি থেকে বাজারের কথা বলে নিখোঁজ হয়। পারিবারিক ও আত্নীয়স্বজনরা চারিদিকে খুজাখুজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বুধবার সকালে একই ইউনিয়নের পার্শ্ববর্তি নয়ারহাট এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারনা রাতে পথ চলতে গিয়ে হয়তো হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
এদিকে নিহতের ছেলে শাহিনুর ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে তার বাবার পুকুরের মাছের খাদ্য সরবরাহকারী সারপুকুর ইউনিয়ন নামুড়ী এলাকার ভ্যানচালক আনসারুল নিয়মিত তাহার পুকুরে খাদ্য পূরণের কাজ করে থাকে। পরে রমজান আলী কে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পুকুরের খাবার দেওয়া কথা বলে বাড়ী ফিরেনি। পরেরদিন বুধবার সকালে নয়ারহাট এলাকায় রাস্তার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখে জানাজানি হলে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে। নিহতের পরিবারের ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচারের কামনা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, মরেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ না দিলেও ঘটনার তদন্ত চলছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে পরিদর্শনে আসা লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসার্কেল) ফজলুল করিম সাংবাদিকদের বলেন,মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এই প্রথম বাংলাদেশে আনন্দের সঙ্গে দুর্গোৎসব পালিত হচ্ছে: গয়েশ্বর

আদিতমারীতে ধানক্ষেত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় :- ০২:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

লালমনিরহাট আদিতমারী রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ই সেপ্টেম্বর) সকালে ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের সাথে থাকা টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
নিহত রমজান ভেলাবাড়ী ইউনিয়নের বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বৃদ্ধা রমজান আলী বাড়ি থেকে বাজারের কথা বলে নিখোঁজ হয়। পারিবারিক ও আত্নীয়স্বজনরা চারিদিকে খুজাখুজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বুধবার সকালে একই ইউনিয়নের পার্শ্ববর্তি নয়ারহাট এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারনা রাতে পথ চলতে গিয়ে হয়তো হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
এদিকে নিহতের ছেলে শাহিনুর ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে তার বাবার পুকুরের মাছের খাদ্য সরবরাহকারী সারপুকুর ইউনিয়ন নামুড়ী এলাকার ভ্যানচালক আনসারুল নিয়মিত তাহার পুকুরে খাদ্য পূরণের কাজ করে থাকে। পরে রমজান আলী কে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পুকুরের খাবার দেওয়া কথা বলে বাড়ী ফিরেনি। পরেরদিন বুধবার সকালে নয়ারহাট এলাকায় রাস্তার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখে জানাজানি হলে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে। নিহতের পরিবারের ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচারের কামনা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, মরেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ না দিলেও ঘটনার তদন্ত চলছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে পরিদর্শনে আসা লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসার্কেল) ফজলুল করিম সাংবাদিকদের বলেন,মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন