উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ – এ স্লোগানে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মানবন্ধন করেছেন দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে,উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে
শনিবার(৯ ডিসেম্বর) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারী জিএস সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ গেটে স্কাউটস আদিতমারী উপজেলার অংশগ্রহনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত।
এর আগে ওই কলেজ মাঠে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি কেবি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভা ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিআর সারোয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাবেক সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সম্পদক ফরহাদ আলম সুমন, সদস্য সাপ্টিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ তায়েজ উদ্দিন তাজু, মওলনা হাবিবুর রহমান ও দক্ষিণ বালাপাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মওলনা নজরুল ইসলাম সাদি প্রমুখ। এ সময় দুর্নীতি প্রতিরোধের উপর সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার রংপুরের শিল্পীরা।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস আদিতমারী উপজেলার উদ্দোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস আদিতমারী উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব জি, আর, সারোয়ার, লালমনিরহাট জেলা স্কাউটসের সম্পাদক জনাব মো: মোজাম্মেল হক, উপজেলা সম্পাদক শওকাত আরা সিদ্দিকা। আলোচনা শেষে স্কাউট শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালী উপজেলা শহরের প্রধান সড়ক ঘুরে জিএস মাঠে এসে শেষ হয়।