লালমনিরহাট আদিতমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারী আদিতমারী জি,এস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠ শেষ হল তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২২।
এ উপলক্ষে শনিবার (৪ মে) বিকালে কৃষি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর কৃষিবিদ হামিদুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বীরেন্দ্র নাথের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ নজরুল ইসলাম মঞ্জু প্রমূখ।
আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপী মেলায় ১২টি স্টলে অংশগ্রহন করে ডিসপ্লে প্রর্দশন করে সাপ্টীবাড়ী ইউনিয়নের খাতাপাড়া এতিমখানা দানা ফসল কৃষক গ্রুপ ১ম স্থান, পলাশী ইউনিয়নের কিসামত খোর্দ্দ চন্দ্রপুর দানা ফসল কৃষক গ্রুপ ২য় স্থান ও কমলাবাড়ী ইউনিয়নের কিসামত চরিতাবাড়ী দানা ফসল কৃষক গ্রুপ ৩য় স্থান অর্জন করায় তাদেরকে অনুষ্ঠানে পুরুস্কৃত করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২ জুন) সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।