উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাট আদিতমারীতে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও সংবর্ধনার মধ্যে দিয়ে ২ জানুয়ারী ২০২৩ জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্য্যলয়ের আয়োজনে,সোমবার (২ জানুয়ারী) সকালে একটি বর্ণাঢ্য র্যালি সমাজসেবা কার্য্যলয় হতে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজসেবা দপ্তরের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন,সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল। সহকারী সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা,বীরমুক্তিযোদ্ধা আজিম মিয়া,সমবায় কর্মকর্তা ফজলে এলাহী,প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মফিজুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ,আইপি এম ক্লাবের সম্পাদক বীরেন্দ্র নাথ,মহিষখোচা অগ্রনী ফেডারেশনের চেয়ারম্যান মজমুল হক,আদিতমারী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম প্রমূখ।
আলোচনা সভা শেষে সমাজসেবা দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ম্বীকৃত স্বরুপ বিভিন্ন পেশার মানুষকে অনুষ্ঠানে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।