লালমনিরহাট আদিতমারীতে উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগের যৌথ সমান্বয়ে অনিবন্ধন একটি ক্লিনিক ও দুটি ডায়াগনোস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেন।
বুধবার (১ জুন) দুপুরে উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের ইউনাইটেট ক্লিনিক ডায়াগনোস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও উপজেলার সদরে ভাদাই ইউনিয়নের বুড়িরহাট এলাকায় আজিম প্যাথলজিকে ৩ হাজার এবং কৃষি ব্যাংক সংলগ্ন বেস্ট পপুলার ডায়াগনোস্টিক সেন্টারকে হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার।
দির্ঘদিন থেকে তারা সরকারীভাবে লাইসেন্স গ্রহন না করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্কা রওশন আলী মন্ডল উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার বলেন,অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে বিভিন্ন মেয়াদে জরিমানা এবং আগামি তিনদিনের মধ্যে কাগজপত্র দেখাতে বলা হয়েছে। না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।