আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারীতে অদ্ভুত কন্যা শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নিজ বাড়ীতে জন্ম দেন আর্জিনা খাতুন (২০) নামের এক গৃহবধু। অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে শত,শত উৎসক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন। সে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী উত্তরটারী এলাকার স্বপন ইসলামের স্ত্রী।
শিশুটির দাদী আছিয়া খাতুন জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে প্রসব ব্যথা শুরু হয়। পারিবারিক লোকজনের সহতায় নরমালী একটি অদ্ভুত মেয়ে বাচ্চা জন্ম দেয়। শিশুটির শরীরের পুরো অংশ মানুষের স্বাভাবিক থাকলেও বাচ্চাটির পাকস্থলীর ভিতরের সমস্ত নাড়ী-ভুড়ি ও কলিজা বের হয়ে পেটের উপড় থাকতে দেখা যায়। জন্মের পর শিশুটি মায়ের বুকের দুধ ও গাভীর দুধ পান করে।
এক পর্যায়ে ১৪ ঘন্টা জীবিত থাকার পর শিশুটি মারা যায়। তবে নবজাতক শিশুর মা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।