জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।
মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক সোমবার দিনটি আপনার কেমন যাবে।
মেষ: ব্যবসায় সুখবর পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে কাজের প্রতি বিরক্তি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে কথাবার্তা হতে পারে। নিজের প্রতিভার জন্য সুনাম পাবেন।
বৃষ: প্রেমের ব্যাপারে সুখবর আসতে পারে। শত্রুর আক্রমণ থেকে ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে।
মিথুন: বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে অর্থহানির সম্ভাবনা। কর্মে বদলির জন্য মানসিক চাপ বৃদ্ধি। আজ আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল।
কর্কট: সকাল থেকে ভ্রাতৃবিবাদ ও মনঃকষ্ট বৃদ্ধি। প্রবাসী কারও আসার খবর পাওয়ায় আনন্দ। বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে।
সিংহ: রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমন। নিম্নতন স্তরের বিদ্যার্থীদের জন্য খুব উপযুক্ত সময়। চাকরিজীবীদের জন্য অনুকূল সময়।
কন্যা: ধর্ম সংক্রান্ত আলোচনা থেকে আপনার সুনাম বৃদ্ধি পাবে। অযথা ব্যয় হওয়ার জন্য রাগ বাড়তে পারে। বিদ্যার্থীরা শুভফল লাভ করবেন। আত্মীয়দের থেকে সাবধানে থাকুন, ঠকতে হতে পারে।
তুলা: নতুন কোনও সম্পর্ক গড়ে উঠতে পারে। সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলে কেটে যেতে পারে।
বৃশ্চিক: কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, পায়ে আঘাত লাগতে পারে। সামাজিক কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময়। ভ্রমণের আলোচনা স্থগিত রাখুন।
ধনু: সকাল থেকে কানের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কথার জন্য সংসারে অশান্তি বাধতে পারে। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে অবাক করবে। বিনিয়োগী ব্যবসার ফল ভাল পাওয়া যাবে।
মকর: মামলার মোড় অন্য দিকে ঘোরায় খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় কোনও কাজ শুরু করার আগে একটু চিন্তা করুন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় কর্মস্থলে অপমানিত হওয়ার যোগ।
কুম্ভ: কর্মচারী নিয়ে বিবাদের জেরে ব্যবসায় ক্ষতি হতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকৃত হবেন। কারও বিবাহ সংবাদে মনঃকষ্ট। যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা।
মীন: পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। চাকরিজীবীদের জন্য বিশেষ অনুকূল সময়। কাউকে নিজের দুর্বলতা দেখালে সে সুযোগ নিতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হওয়ার আশঙ্কা।