জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।
মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।
মেষ: প্রিয় জনের ব্যবহার ঠিক থাকবে না আজ। খাবারের ব্যাপারে একটু সাবধান থাকুন। বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
বৃষ: আজ বিদেশে থাকলে চিন্তা বাড়বে। সকালের দিকে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। সহকর্মীর বাজে ব্যবহারে কর্মস্থানে বিরক্তি বাড়তে পারে।
মিথুন: অতিরিক্ত ভোগের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি অর্থের দরকার হবে আজ। আত্মীয়দের নিয়ে বিবাদ বাড়তে পারে।
কর্কট: নারীদের থেকে একটু সাবধান থাকা দরকার। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় উন্নতি হবে।
সিংহ: আপনার দ্বারা কর্মস্থানে খারাপ কিছু হতে পারে। ব্যবসা মধ্যম প্রকার যাবে। আজ আয়ের পরিমাণ ভাল থাকলেও দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না।
কন্যা: যে কোনো কারণে মিথ্যা বদনাম হওয়ার আশঙ্কা আছে। আজ ব্যবসায় পরিশ্রম ও লাভ বৃদ্ধি পাবে। অনেক দিনের পুরনো ক্ষত থেকে ব্যথা বাড়তে পারে।
তুলা: ব্যবসায় চিন্তা বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে মতের অমিল হবে। চোখ নিয়ে একটু সাবধান থাকুন। ভাইবোনদের সঙ্গে ঝামেলা হতে পারে।
বৃশ্চিক: ব্যবসায় বাড়তি লাভ হওয়ার সম্ভাবনা। বাকপটুতায় আজ সকলের মন জয় করতে সক্ষম হবেন। সামাজিক কাজে সুনাম পাবেন।
ধনু: কিছু উপহার পেতে পারেন। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।
মকর: শত্রুর থেকে সাবধান থাকা দরকার। আজ পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটবে। ধর্ম ও দর্শনের আলোচনায় সম্মান পাবেন।
কুম্ভ: আজ বিপদের আশঙ্কা রয়েছে। মন অস্থির থাকায় ভাল কাজ হাতছাড়া হওয়ার আশঙ্কা। সম্পত্তি মামলায় সুফল পেতে পারেন।
মীন: আজ বাড়িতে অশান্তি আসতে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।