আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। ৩ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা : ৩,১২,২১,৩০। আপনার শুভ বর্ণ : সবুজ ও হলুদ। শুভ গ্রহ ও বার : বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পান্না ও পোখরাজ।
আজকের দিনের শুভ বর্ণ : আজ সবুজ ও হলুদ বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবেন। আজকের সু সময় : জ্যোতিষ শাস্ত্র মতে আজকের সু-সময়: সকাল: ৬:১৮-৭:১২, ৯:৫৩-১০:৪৭ দুপর: ১২:৩৪-৩:১৪, রাত: ৬:৪৪-৮:৫৬, ১:১০-৩:১৮ পর্যন্ত।
চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র মিথুন রাশিতে, সকাল: ১০:৩১ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। ৪র্থী তিথি রাত: ১১:৫৬ পর্যন্ত পরে ৫মী তিথি চলবে। আজকের দিনে নিষিদ্ধ খাদ্য : আজ রাত: ১১:৫৬ পর্যন্ত মূলা পরে বেল খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : মেষ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। বিদেশ থেকে পেতে পারেন ভালো সংবাদ। ছোট ভাই বোনের পেছনে অর্থ ব্যয় হতে পারে। আজ বাড়িতে আসতে পারে আত্মীয় স্বজন। পারিবারিক প্রত্যাশা হবে পূরণ। নিজের ব্যবহারে একটি বাহন ক্রয়ের সুযোগ আসতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে বকেয়া কিছু টাকা আদায় হতে পারে। ব্যবসায়ীক যোগাযোগে অগ্রগতি হবে। ই-কমার্স ব্যবসায় সফল হওয়ার দিন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো আয় রোজগারের আশা। সাংবাদিক ও মিডিয়া ব্যবসায়ীদের ভালো আয়ের সুযোগ আসবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকাল সকালই গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারেন। খুচরা ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। সাংসারিক ব্যয় মিটিয়ে বাড়তি কিছু টাকা সঞ্চয়ের সুযোগ আসবে। আজ বাহিড়ে কোথাও খেতে যেতে পারেন। পারিবারিক আপ্যায়ণে অংশ নিতে হবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার সকাল সকালই দূরে কোথাও যাত্রা করতে হবে। আজ আপনার প্রভাব প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধির দিন। ব্যবসায়ীক সিদ্ধান্ত নিতে হবে। আজ বিবাহের আলাপ আলোচনায় সফল হতে হবে। অসুস্থতা ও মানসিক অবশাদ কাটিয়ে ওঠার সুযোগ আসবে। জীবন সাথীর জন্য কিছু কেনাকাটা করতে পারবেন।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বড় ভাই বোনের কাছ থেকে আজ উপহার লাভের আশা। বন্ধুদের সাথে সকাল সকালই কোথাও বেড়াতে যেতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় অগ্রগতি হবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে হবে। আজ প্রবাসীদের কর্মক্ষেত্রে সাফল্য লাভের দিন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার সকাল সকালই চাকরি সংক্রান্ত পরীক্ষায় অংশ নিতে হবে। পিতার সাথে কোনো প্রকার মতানৈক্যে না জাড়ানোই ভালো। বাড়িতে বড় ভাই বোনের কারো বিবাহের কথাবার্তা চলতে পারে। বন্ধুর আগমনে গৃহে আনন্দ বৃদ্ধির দিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বিদেশ থেকে সকাল সকাল ভালো কোনো সংবাদ লাভের আশা। আজ চাকরির কোনো পরীক্ষায় সফল হতে পারবেন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে আজ সাফল্য লাভের আশা। প্রভাবশালী লোকের সাহায্য পাবেন আজ। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সম্মানিত হবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : বৃশ্চিক রাশির জাতক জাতিকার সকাল সকালই ভাগ্য উন্নতির আশা। বৈদেশিক কাজে আজ সফলতা। প্রবাসীদের দেশে আগমনের যোগ প্রবল। শিক্ষা ও গবেষণামূলক কাজের দ্বারা সম্মান ও অর্থ লাভের দিন। জীবীকার জন্য বিদেশ যাত্রার প্রস্তাব পেতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সকাল সকালই পাওনাদারের আগমন হবে। রাস্তাঘাটে একটু সাবধানে চলার চেষ্টা করবেন। মানসিক ভাবে আজ আপনাকে শান্ত হতে হবে। কোনো অবস্থাতেই উত্তেজিত হওয়া যাবে না।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকার দাম্পত্য সুখশান্তির দিন। অবিবাহিতদের বিয়ের দিন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের আশা। ক্ষুদ্র ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে। চাকরির পাশাপাশি আয় রোজগার বৃদ্ধিতে কোনো ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি সকাল সকালই প্রেম ও ভালোবাসায় সাফল্যর। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনাকে নানা রকম প্রতিকূলতা মোকাবেলা করতে হবে। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করুন। কারো সাথে কোনো প্রকার দ্বন্দ্বে জড়ালে ক্ষতি হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীন রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজে সাফল্য লাভের। শিল্পী ও কলাকুশলীদের আজ গণমাধ্যমে কাজের সুযোগ আসতে চলেছে। সন্তানের বিবাহ শাদীর প্রস্তাব পেতে পারেন। বড় সন্তানের জীবীকার জন্য কিছু টাকা বিনিয়োগ করতে হবে। প্রেম ভালোবাসায় আসবে সাফল্য।