করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৫৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। বুধবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩ হাজার ১১৭ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
নিউজবিজয়/এফএইচএন
ব্রেকিং :-
আজও করোনায় মৃত্যু নেই, শনাক্ত বেড়েছে
- নিউজ বিজয় ডেস্ক :-
- প্রকাশিত সময় :- ০৬:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- 478
জনপ্রিয় সংবাদ