আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারী মাসে অনুষ্ঠিত হবে। সকল ভেদাভেদ ভূলে গিয়ে এবারের নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে্। গত রোববার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদে ৮ ধরনের ত্রান সামগ্রী বিতরণকালে লালমনিরহাট-১(হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাহার হোসেন এ কথা বলেন। তিনি এসময় গড্ডিমারী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ৫ শ’ পরিবারের মাঝে ৮ ধরনের ত্রান সামগ্রী বিতরণ করেন। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা থানার ওসি শাহা আলম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল মোস্তফা বসুনিয়া, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এলিজা বেগম প্রমুখ।