বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ বন্ধ করে দিয়েছে পুলিশ।
২৭ অক্টোবর, শুক্রবার সকাল ৯টা থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে হুমায়ুন ডেকোরেটর এ মঞ্চ তৈরির কাজ শুরু করে। অনুমতি না থাকায় বিকেলে সেই কাজ পুলিশ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ অক্টোবরের সাবেশ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। পুলিশের অনুমতি নিয়েই সমাবেশ করা হবে বলেও জানান তিনি।
বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এ প্রতিবেদক সরেজমিন ঘুরে দেখেন, মঞ্চ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। স্টেডিয়াম ফটক লাগোয়া অংশে মঞ্চের কিছুটা নির্মাণ করা হয়েছে। আর সামনে বসে আছেন চারজন পুলিশ সদস্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, শনিবার (২৮ অক্টোবর) বেলা ১২টা থেকে এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এরপর বেলা আড়াইটা থেকে সমাবেশ শুরু হবে।