আইফোন ১৫ কিন‌তে স‌র্বোচ্চ ছাড় পা‌চ্ছেন বাংলা‌লিংক গ্রাহকরা » NewsBijoy24 Online Newspaper of Bangladesh.
ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

আইফোন ১৫ কিন‌তে স‌র্বোচ্চ ছাড় পা‌চ্ছেন বাংলা‌লিংক গ্রাহকরা

  • প্রেস রিলিজ---
  • প্রকাশিত সময় :- ০৪:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • ৩০৫ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক  শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ইজে, অনুমোদিত অ্যাপল রিসেলার সেলেক্সট্রা লিমিটেড ও বিনিময় সহযোগী প্রতিষ্ঠান সোয়াপ বিডি লিমিটেড-এর সাথে চুক্তি করেছে। এর ফলে গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে তাদের কাঙ্খিত আইফোন ১৫ কিনতে পারবেন।

এই সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের নগদ মূল্য ছাড়, ইএমআই পেমেন্ট, বিশেষ উপহার ও ডেটা বান্ডেলসহ সর্বোচ্চ মূল্য ছাড়ের সুযোগ প্রদান করছে। গ্রাহকরা সারা দেশে বাংলালিংক সেন্টার থেকে আইফোনের প্রি-অর্ডার করতে পারবেন।

বাংলালিংক গ্রাহকদের জন্য ০% ইন্টারেস্টে কার্ডবিহীন ইএমআই সুবিধার পাশপাশি এই প্রি-বুকিং ক্যাম্পেইন চলাকালীন নিজের বর্তমান স্মার্টফোন বদল করে অনুমোদিত আইফোন ১৫ পাওয়ার সুযোগও  থাকছে। এছাড়াও সুযোগ রয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার। এক্ষেত্রে ৩৬ মাস পর্যন্ত ইএমআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে।

এই প্রি-বুক ডিলটি বিশেষভাবে লাভজনক কারণ এতে আইপিডিসি ইজে কার্ডলেস  ইএমই  ও সোয়াপ-এর এক্সচেঞ্জ অফার ছাড়াও রয়েছে আকর্ষণীয় উপহার । যেসব গ্রাহক  আইফোন ১৫ প্রি-অর্ডার ক্যাম্পেইনে অংশ নিবেন তাদেরকে বিনামূল্যে ই-সিম কনভারশন ও  বিশেষ ডেটা অফারসহ অন্যান্য সুবিধা প্রদান করছে বাংলালিংক।

গ্রাহকরা সারা দেশে বাংলালিংক সেন্টার থেকে প্রি-বুকিং সহায়তা পাবেন। বাংলালিংক সেন্টারগুলি খুঁজে পেতে ভিজিট করুন: https://banglalink.net/en/store-finder  

ইএমআই-এর মাধ্যমে  আইফোন ১৫ কেনার জন্য আইপিডিসি থেকে লোন পাওয়ার জন্য কল করতে হবে  ১৬৫১৯ নম্বরে।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, “আমরা নূতন আইফোন সিরিজের অফারটি এনে খুব আনন্দিত। এই প্রিবুকিং অফারের সাথে ফ্রি ই-সিমসহ গ্রাহকদের জন্য থাকছে অনেক সুবিধা। আমরা আমাদের গ্রাহকদের জন্য সবসময় আকর্ষণীয় নতুন অফার নিয়ে আসি। এই অফারটির সাথে ট্রেড ইন / বিনিময় সুবিধা এবং 0% ইএমআই সুবিধা আছে। আশা করছি এই আকর্ষণীয় প্রিবুকিং অফারটি আমাদের গ্রাহকদের নতুন আইফোন ১৫ কিনতে বা আপগ্রেড করতে সহায়তা করবে।”

নতুন ও আরও উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে বাংলালিংক সম্মানিত গ্রাহকদের অভিজ্ঞতার মান বৃদ্ধিতে প্রতিজ্ঞাবদ্ধ ।

বাংলালিংক সম্পর্কে: 

বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

নিউজবিজয়/এফএইচএন

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

আইফোন ১৫ কিন‌তে স‌র্বোচ্চ ছাড় পা‌চ্ছেন বাংলা‌লিংক গ্রাহকরা

প্রকাশিত সময় :- ০৪:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক  শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ইজে, অনুমোদিত অ্যাপল রিসেলার সেলেক্সট্রা লিমিটেড ও বিনিময় সহযোগী প্রতিষ্ঠান সোয়াপ বিডি লিমিটেড-এর সাথে চুক্তি করেছে। এর ফলে গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে তাদের কাঙ্খিত আইফোন ১৫ কিনতে পারবেন।

এই সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের নগদ মূল্য ছাড়, ইএমআই পেমেন্ট, বিশেষ উপহার ও ডেটা বান্ডেলসহ সর্বোচ্চ মূল্য ছাড়ের সুযোগ প্রদান করছে। গ্রাহকরা সারা দেশে বাংলালিংক সেন্টার থেকে আইফোনের প্রি-অর্ডার করতে পারবেন।

বাংলালিংক গ্রাহকদের জন্য ০% ইন্টারেস্টে কার্ডবিহীন ইএমআই সুবিধার পাশপাশি এই প্রি-বুকিং ক্যাম্পেইন চলাকালীন নিজের বর্তমান স্মার্টফোন বদল করে অনুমোদিত আইফোন ১৫ পাওয়ার সুযোগও  থাকছে। এছাড়াও সুযোগ রয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার। এক্ষেত্রে ৩৬ মাস পর্যন্ত ইএমআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে।

এই প্রি-বুক ডিলটি বিশেষভাবে লাভজনক কারণ এতে আইপিডিসি ইজে কার্ডলেস  ইএমই  ও সোয়াপ-এর এক্সচেঞ্জ অফার ছাড়াও রয়েছে আকর্ষণীয় উপহার । যেসব গ্রাহক  আইফোন ১৫ প্রি-অর্ডার ক্যাম্পেইনে অংশ নিবেন তাদেরকে বিনামূল্যে ই-সিম কনভারশন ও  বিশেষ ডেটা অফারসহ অন্যান্য সুবিধা প্রদান করছে বাংলালিংক।

গ্রাহকরা সারা দেশে বাংলালিংক সেন্টার থেকে প্রি-বুকিং সহায়তা পাবেন। বাংলালিংক সেন্টারগুলি খুঁজে পেতে ভিজিট করুন: https://banglalink.net/en/store-finder  

ইএমআই-এর মাধ্যমে  আইফোন ১৫ কেনার জন্য আইপিডিসি থেকে লোন পাওয়ার জন্য কল করতে হবে  ১৬৫১৯ নম্বরে।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, “আমরা নূতন আইফোন সিরিজের অফারটি এনে খুব আনন্দিত। এই প্রিবুকিং অফারের সাথে ফ্রি ই-সিমসহ গ্রাহকদের জন্য থাকছে অনেক সুবিধা। আমরা আমাদের গ্রাহকদের জন্য সবসময় আকর্ষণীয় নতুন অফার নিয়ে আসি। এই অফারটির সাথে ট্রেড ইন / বিনিময় সুবিধা এবং 0% ইএমআই সুবিধা আছে। আশা করছি এই আকর্ষণীয় প্রিবুকিং অফারটি আমাদের গ্রাহকদের নতুন আইফোন ১৫ কিনতে বা আপগ্রেড করতে সহায়তা করবে।”

নতুন ও আরও উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে বাংলালিংক সম্মানিত গ্রাহকদের অভিজ্ঞতার মান বৃদ্ধিতে প্রতিজ্ঞাবদ্ধ ।

বাংলালিংক সম্পর্কে: 

বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

নিউজবিজয়/এফএইচএন