ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

https://www.newsbijoy24.com/

আইনজীবী সাইফুল ইসলাম হত্যা, প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।

চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। পুলিশ জানায়, তিনি ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছিলেন। চন্দন এই মামলার ১নং আসামি। বর্তমানে তাকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসি শাহিন জানান, ঘটনার পর থেকে চট্টগ্রাম ডিবি পুলিশ চন্দনকে গ্রেপ্তার করার জন্য ভৈরবে অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, তিনি ভৈরবের শ্বশুরবাড়ির আশপাশে অবস্থান করছেন। এরপর পুলিশ সন্ধ্যা থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে পৌঁছান। তিনি স্টেশনে কিছু সময় ঘোরাঘুরি করেন এবং রাত গভীর হলে শ্বশুরবাড়ি আশ্রয় নিতে চেয়েছিলেন। এই অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চন্দন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ তাকে চট্টগ্রাম হস্তান্তর করবে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডে এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন, যাতে ৩১ জনের নামসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি ছিলেন চন্দন, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এবার মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিলো বিটিআরসি

আইনজীবী সাইফুল ইসলাম হত্যা, প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

প্রকাশিত সময় :- ০৯:৪৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।

চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। পুলিশ জানায়, তিনি ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছিলেন। চন্দন এই মামলার ১নং আসামি। বর্তমানে তাকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসি শাহিন জানান, ঘটনার পর থেকে চট্টগ্রাম ডিবি পুলিশ চন্দনকে গ্রেপ্তার করার জন্য ভৈরবে অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, তিনি ভৈরবের শ্বশুরবাড়ির আশপাশে অবস্থান করছেন। এরপর পুলিশ সন্ধ্যা থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে পৌঁছান। তিনি স্টেশনে কিছু সময় ঘোরাঘুরি করেন এবং রাত গভীর হলে শ্বশুরবাড়ি আশ্রয় নিতে চেয়েছিলেন। এই অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চন্দন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ তাকে চট্টগ্রাম হস্তান্তর করবে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডে এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন, যাতে ৩১ জনের নামসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি ছিলেন চন্দন, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন