
টলিউড অভিনেত্রী পল্লবী দে’র রহস্যজনক মৃত্যু মামলায় গ্রেপ্তার হলেন প্রয়াত নায়িকার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী।
মঙ্গলবার (১৭ মে) অভিনেত্রীর সঙ্গীকে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (১৬ মে) গড়ফা থানায় সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক প্রতারণাসহ পল্লবীকে খুনের অভিযোগ এনে মামলা করে পরিবার। তার ভিত্তিতেই গ্রেপ্তার হলেন সাগ্নিক। তার অ্যাকাউন্টও খতিয়ে দেখেছে পুলিশ।
পল্লবীর বাবা নীলু দে গড়ফা থানায় অভিযোগ করেন, তার মেয়েকে খুন করা হয়েছে। এই খুনের ষড়যন্ত্রে জড়িত সাগ্নিক ও তার বান্ধবী ঐন্দ্রিলা সরকারের নাম উল্লেখ করেন। প্রয়াত অভিনেত্রীর পরিবারের অভিযোগ, পল্লবীর অনুপস্থিতিতে ঐন্দ্রিলাকে ঘরে আনতেন সাগ্নিক। তার সঙ্গে সম্পর্ক রাখতেই মেয়েকে খুন করেছেন।
পল্লবীর টাকায় বাড়ি-গাড়িও কিনেছেন সাগ্নিক। মেয়ের ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের নমিনিও ছিলেন।
দুদিন ধরে সাগ্নিককে জেরা করে পুলিশ। চাওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও। এ দিন সন্ধ্যায় সাগ্নিককে গ্রেপ্তার দেখায় পুলিশ। রবিবার সকালে নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রী পল্লবী দে’কে। ঘটনাস্থল থেকে কোনো রকম সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানায় পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, গড়ফার ফ্ল্যাটে দুজনেই ছিলেন। শনিবার সন্ধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত অভিনেত্রী পল্লবী দে ও তার প্রেমিক সাগ্নিক এর তুমুল ঝগড়া হয়। কী কারণে ঝগড়া জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।