ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই

  • বিনোদন ডেস্ক:-
  • প্রকাশিত সময় :- ০৯:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 43

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

জানা গেছে, শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন আলাউদ্দিন লাল। সম্প্রতি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ গত দুদিন আগে ফেসবুকে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন আলাউদ্দিন লাল। তবে এই প্রথম না, ২০২২ সালেও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। সেসময় অর্থাভাবে অনিশ্চয়তার পড়েছিল তার চিকিৎসা।
তবে কয়েকজন সহকর্মীর চেষ্টাও আলাউদ্দিন লালের চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। অভিনেতার এমন খবর শুনে পাশে দাঁড়ান মুশফিক আর ফারহান। সেসময় আলাউদ্দিনের চিকিৎসার সব খরচ একাই বহন করেছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন এই অভিনেতা।

২০০৮ সাল থেকে তার অভিনয় জীবনের শুরু। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন আলাউদ্দিন লাল।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

দুই নারী, এক বিলাস বহুল গাড়ী সহ মাদকসেবী আটক

অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই

প্রকাশিত সময় :- ০৯:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

জানা গেছে, শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন আলাউদ্দিন লাল। সম্প্রতি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ গত দুদিন আগে ফেসবুকে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন আলাউদ্দিন লাল। তবে এই প্রথম না, ২০২২ সালেও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। সেসময় অর্থাভাবে অনিশ্চয়তার পড়েছিল তার চিকিৎসা।
তবে কয়েকজন সহকর্মীর চেষ্টাও আলাউদ্দিন লালের চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। অভিনেতার এমন খবর শুনে পাশে দাঁড়ান মুশফিক আর ফারহান। সেসময় আলাউদ্দিনের চিকিৎসার সব খরচ একাই বহন করেছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন এই অভিনেতা।

২০০৮ সাল থেকে তার অভিনয় জীবনের শুরু। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন আলাউদ্দিন লাল।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন