ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবিরবাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন।

জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

মোবাইলে কথা বলার ওপর শুল্ক-কর কমানোর সুপারিশ

অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশিত সময়:- ০৭:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবিরবাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন।

জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন