ডিবি পুলিশ পরিচয় দিয়ে নিজ বাসা থেকে প্রধান শিক্ষক রুহুল আমিনকে অপহরণ করে নিয়ে যাবার ৫দিন পর ঢাকার তেজগাঁও থানা এলাকা হতে উদ্ধার করেছে লালমনিরহাটের ডিবি পুলিশ। এসময় দুইজন অপহরণকারীকে আটক করা হয়।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভোলার পাড়া বেলুয়া বাজার এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুল বারী (৪৩) এবং নেত্রকোনা জেলার পুর্বধলা থানার নারানদিয়া ইউপির ভেংগী এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শফিউল আলম।
উদ্ধারকৃত প্রধান শিক্ষক লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি এলাকার বাসিন্দা। তিনি দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করতেন।
জানা যায়, গত ৬ জানুয়ারি শুক্রবার ভোরের দিকে দু’টি মাইক্রোবাসে করে ১০ থেকে ১২ জনের একটি দল পুলিশ পরিচয় দেয়। এবং বাড়ির ভেতরে প্রবেশ করে নূরুল আমিনের খোঁজ করতে থাকে। পরে নূরুল আমিনকে তার শোবারঘর থেকে বের করে এনে মারধর শুরু করে। এ সময় বাড়ির লোকজন এগিয়ে এলে অস্ত্র দিয়ে তার চাচা আবু তালেব (৭০) ও ভাই স্কুল শিক্ষক রুহুল আমিনকেও আঘাত করে গুরুতর আহত করে। এই ঘটনায় নুরুল আমিনের ছেলে বাদি করে থানায় মামলা করে।
এরপর ডিবি পুলিশ অভিযানে নেমে ৫দিন পর বৃহস্পতিবার ভোররাতে তেজগাঁও থানা এলাকা থেকে ভিকটিম শফিউল আলমসহ দুজনকে উদ্ধার করে। অপহরণকারীদের বাড়ি নরসিংদী জেলার পূর্বধলা উপজেলায়। এ সময় পুলিশ আব্দুল বারী ও শফিউল আলম নামে দুইজন অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ এবিষয়ে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান পুলিশের ধারণা টাকা পয়সা নিয়ে লেনদেন সংক্রান্ত কারণে এমনটি ঘটতে পারে। উদ্ধারকৃত নুরুল আমিন বর্তমানে পুলিশ হেফাজতে আছে।